আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মঙ্গলবার দুপুরে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। নিহত তপন ঘোষ মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার কবুতরখোলা গ্রামের বাসিন্দা দুলাল ঘোষের ছেলে।
সীমান্ত হোটেলের ম্যানেজার মো. রফিক মিয়া জানান, রোববার রাতে তপন ঘোষ একটি রুম ভাড়া নিয়ে হোটেলে উঠেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে রশিতে লাশ ঝুলে আছে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই যুবক রোববার রুম ভাড়া নিয়ে হোটেলে ওঠে। তবে পরবর্তীতে তার সঙ্গে কেউ দেখা করেছে কি না এবং মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি।
/এএস
Leave a reply