তানজানিয়ায় বহুতল ভবন ধসে ১৬ জনের প্রাণহানি

|

ধসে পড়া ভবনের নিচে এখনও কত মানুষ আটকা পড়েছে, তা স্পষ্ট নয়।

তানজানিয়ার বানিজ্যিক নগরী দার এস সালামে একটি বহুতল ভবন ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। মঙ্গলবার (১৯ নভেম্বর) এমনটা জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে দার এস সালামের একটি বাজারে ধসে পড়ে ভবনটি। আকস্মিক এ দুর্ঘটনায় আহত হয় বহু মানুষ। ভবনটির নিচে চাপা পড়েন অনেকে। এ পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে কমপক্ষে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও চলমান রয়েছে উদ্ধারকাজ।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। তিনি জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কিন্তু ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময় ঘটনার শিকার সকলকে উদ্ধার না করা পর্যন্ত এ কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply