বরিশালের ৬টি আসনে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

|

ব্যুরো প্রধান, বরিশাল

বরিশালে দিনভর আনন্দ ঘন পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করতে আগ্রহী প্রার্থীরা। বরিশাল জেলার ৬টি আসনে ঐক্যফ্রন্ট-মহাজোট সহ বিভিন্ন দলের ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার অফিস বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও ৯ উপজেলা অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

বরিশাল-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন আবুল হাসানাত আব্দুল্লাহ (আওয়ামী লীগ), জহির উদ্দিন স্বপন (বিএনপি), আবদুস সোবাহান (বিএনপি), মো. রাসেল সরদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. বাদশা মিয়া (জাকের পার্টি)।

বরিশাল-২ আসন থেকে সবচেয়ে বেশি ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন মো. শাহে আলম (আওয়ামী লীগ), সৈয়দ শহিদুল হক জামাল (বিএনপি), সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (বিএনপি), মাসুদ পারভেজ (জাতীয় পার্টি), মোহাম্মদ নেছার উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাহেব আলী (এনপিপি), মো. জহুরুল ইসলাম বাংলাদেশ (ওয়ার্কার্স পার্টি), মো. আনিসুজ্জামান (স্বতন্ত্র-জাসদ), এম মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র-আওয়ামী লীগ), এ কে ফাইয়াজুল হক (স্বতন্ত্র-আওয়ামী লীগ), সৈয়দা রুবিনা আক্তার (স্বতন্ত্র-আওয়ামী লীগ) ও শাহ আলম মিয়া (স্বতন্ত্র-বিএনপি)।

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। এদের মধ্যে রয়েছেন টিপু সুলতান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি), জয়নুল আবেদীন (বিএনপি), সেলিমা রহমান (বিএনপি), গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি), নুরুল ইসলাম (ঐক্য ন্যাপ), এনায়েত কবির (বিকল্পধারা বাংলাদেশ), মুহাম্মদ সিরাজুল রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. আতিকুর রহমান (স্বতন্ত্র-ওয়ার্কার্স পার্টি)।

বরিশাল-৪ আসনেও ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- পংকজ নাথ (আওয়ামী লীগ), মো. মেজবাউদ্দীন ফরহাদ (বিএনপি), জে.এম. নুরুর রহমান (বিএনপি-নাগরিক ঐক্য), এনামুল হক (বিএনএফ), সাইফুল্লাহ (ইসলামী ঐক্য জোট), রুহুল আমীন (বাংলাদেশ খেলাফত মজলিস), সৈয়দ মো. নুরুল কারীম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মাহাবুবুল আলম (বাংলাদেশ খেলাফত মজলিস)।

বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীর সংখ্যা ৭ জন। এদের মধ্যে রয়েছেন জাহিদ ফারুক (আওয়ামী লীগ), মজিবর রহমান সরওয়ার (বিএনপি), এবায়দুল হক চাঁন (বিএনপি), একেএম মুর্তজা আবেদীন (জাতীয় পার্টি), আবদুস সাক্তার (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), শামীমা নাসরিন (এনপিপি) এবং মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

জেলার দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী বরিশাল-৬ আসনে। এখানে প্রার্থী সংখ্যা ১১ জন। এরা হলেন নাসরিন জাহান রত্মা (জাতীয় পার্টি), আবুল হোসেন খান (বিএনপি), আবদুর রশীদ খান (বিএনপি), মো. নুরুল ইসলাম-আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কেএম নুরুল ইসলাম (জাতীয় সমাজতান্ত্রিক দল), হিরন কুমার দাস (গণফেরাম), মো. ফোরকান আলম খান (গণফোরাম), মো. মহসীন (জাসদ), খন্দকার মাহাতাব উদ্দিন (জাতীয় পার্টি-জেপি), ওসমান হোসেন (স্বতন্ত্র) এবং মোহাম্মদ আলী তালুকদার ফারুক (স্বতন্ত্র-আওয়ামী লীগ)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply