রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর ২টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার (২৮ নভেম্বর) রাজবাড়ী-১আসনে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বর্তমান এমপি কাজী কেরামত আলী, বিএনপির সাবেক এমপি ও জেলা সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও জেলা বিএনপির সহ-সভাপতি আসলাম মিয়া, জাতীয় পার্টির সাবেক জেলা সভাপতি ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আকতারুজ্জামান হাসান,ন্যাশনাল পার্টির জেলা সভাপতি মোঃ নাজমুল হক ও কৃষক শ্রমিক জনতা পার্টির জেলা সভাপতি জুয়েল রানা।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, বিএনপির সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলা সহ-সভাপতি ও শিল্পপতি লায়ন এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক খান ও জেলা সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সিনিয়র এ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম এবং জাসদ এর জেলা আহবায়ক সদরুল আমিন হাবীব।
Leave a reply