গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড দিলো হংকংয়ের আদালত

|

চীনের ন্যাশনাল সিকিউরিটি আইন (এনএসএল) লঙ্ঘনের অপরাধে এক বিতর্কিত রায়ের মাধ্যমে হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড দিয়েছে সেখানের একটি আদালত। সাজাপ্রাপ্ত নেতারা হচ্ছেন বেনি তাই এবং জোশুয়া ওং। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেনি তাই ও জোশুয়া ওং বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা স্থানীয় নির্বাচনে বিরোধী প্রার্থী বাছাইয়ে বিদ্রোহী দলের কর্মী এবং আইন প্রণেতাদের সঙ্গে যুক্ত ছিলেন।

কথিত এই অপরাধে বেনি তাইকে ১০ বছর এবং জোশুয়া ওংকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিক্ষোভে অংশ নেয়া গণতন্ত্রপন্থী নেতাদের বিরুদ্ধে চীনের চাপিয়ে দেয়া এনএসএল লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মাত্র দুই জনকে খালাস দিয়েছে আদালত। ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে এনএসএল আইন প্রণয়ন করে চীন।

মূলত হংকংয়ে নিজেদের শাসন বলবৎ করতেই এই আইন করেছে চীন। তবে চীনের চাপিয়ে দেয়া এই আইন থেকে মুক্ত হয়ে নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করছে গণতন্ত্রকামী নেতারা। তাদের বিক্ষোভে হংকংয়ের রাস্তায় নেমে আসে সেখানের কয়েক হাজার জনগণ।

আদালতের এই রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, এনএসএল আইনের ভিত্তিতে এই বিচারিক ফলাফল হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলন এবং আইনের শাসনকে দুর্বল করে তুলেছে।

অন্যদিকে, আইনটির মাধ্যমে চীন এই শহরে তাদের নিয়ন্ত্রণ মজবুত করেছে। গণতন্ত্রকামী নেতাদের সাজা দেয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র বলছে এই রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। অন্যদিকে অস্ট্রেলিয়া বলছে হংকংয়ের গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে এমন বিচারিক কার্যক্রমে ‘কঠিনভাবে আপত্তিকর’।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply