অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা : দ্য রাইজ’। এই সিনেমাটি ভারতের বক্স অফিস যেমন দাপিয়ে বেড়িয়েছে, ঠিক তেমনি বিশ্বের বহু দেশে ব্যাপক ব্যবসা সফল হয়েছে। ২০২১ সালে, দক্ষিণী এই সিনেমাটি যখন বের হয়, সাথে সাথেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয় মুভিটি। এমনকি বাংলাদেশেও এই সিনেমাটির বহু ভক্ত রয়েছে। বিশেষকরে, এই সিনেমার গান, ডায়লগ, আল্লু অর্জুনের অভিনয়ের অঙ্গভঙ্গি রীতিমত ভাইরাল হয়েছে সর্বত্র। ছোট থেকে বুড়ো; সবাই আল্লু ওরফে পুষ্পার অঙ্গভঙ্গি রেকর্ড করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
এখন ভক্তরা এ সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়। সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। তবে ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ- বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বহুল আলোচিত এই সিনেমা। কিন্তু কেন?
বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেয়ার ঘোষণা দেয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান।
কারণ জানতে চাইলে যমুনা টেলিভিশনকে অনন্য মামুন ফোনে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। বর্তমানে, সিনেমাটি ওই ৮টি দেশগুলোতে মুক্তি দেয়ার কাজে খুবই ব্যস্ত। এই জন্যে আসলে, ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়ায় সময় বের করা সম্ভব নয়। তাই, সিনেমাটি আমদানি করা হচ্ছে না।
অন্যদিকে, ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২—দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২—দ্য রুল’ আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।
এর আগে, ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ-এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২—দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।
/এআই
Leave a reply