তীব্র ঝড়-বৃষ্টির কারণে সিডনিতে ১৫০ ফ্লাইট অবতরণ বাতিল

|

অস্ট্রেলিয়ার সিডনিতে তীব্র ঝড়-বৃষ্টিতে প্রাণ গেছে অন্তত দু’জনের। আহত হয়েছে দুই পুলিশ কর্মকর্তা। ঝড়-বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি।

স্থানীয় সময় বুধবার দুপুর থেকে একের পর এক ঝড়ে বিপর্যস্ত নিউ সাউথ ওয়েলস প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় চার হাজার বাড়িঘরে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

বাতিল করা হয়েছে সিডনি বিমানবন্দরে অবতরণের কথা- এমন দেড়শ’ অভ্যন্তরীণ এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। তীব্র বৃষ্টি আর দমকা হাওয়ায় বিমানবন্দরের একটি রানওয়েও বন্ধ রাখা হয়েছে। মাত্র দু’ঘণ্টায় শহরটিতে বৃষ্টি হয়েছে ১১৮ মিলিমিটার। আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে জানানো হয়েছে পূর্বাভাসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply