দ্রুত নির্বাচন দেয়াই উত্তম, দেরি হলে অনাস্থা বাড়বে: আনু মুহাম্মদ

|

দ্রুততম সময়ে নির্বাচন দেয়াটাই উত্তম হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তার মতে, যত দেরিতে ভোট হবে, ততই অনাস্থা বাড়বে অন্তর্বর্তী সরকারের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে ‘অন্তর্বর্তী সরকারের আশু করণীয় প্রস্তাব ১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো’ শিরোনামে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে আনু মুহাম্মদ বলেন, নানা দাবি নিয়ে যারা আন্দোলন করছে, তাদের কথা শুনতে হবে। আন্দোলন করলেই ট্যাগ দেয়া যাবে না।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পূর্ণ তালিকা হয়নি এবং তাদের পরিবারের দায়িত্বও নেয়নি সরকার। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়ের হওয়া হয়রানিমূলক মামলাও প্রত্যাহার হয়নি।

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে মোদি সরকার মিথ্যাচার করছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, মব বা দলগত আক্রমণ এখনও থামেনি। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যপারে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেই। শেখ হাসিনার সময়ের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রক্রিয়াতেই যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটাও অভিযোগ করেন এ অর্থনীতিবিদ। বলেছেন, দেশে মন্ত্রী-আমলাদের চিকিৎসা এবং পাহাড়ের জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply