ইয়েমেনে সৌদি জোটকে সামরিক সহযোগিতা বন্ধে সমর্থন মার্কিন সিনেটের

|

ইয়েমেন যুদ্ধে, সৌদি নেতৃত্বাধীন জোটকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বন্ধের প্রস্তাবে সমর্থন জানিয়েছে মার্কিন সিনেট। বুধবার প্রস্তাবটির পক্ষে ভোট দেন ৬৩ জন সিনেটর, বিরোধিতা করেন ৩৭ জন।

আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হতে পারে। অবশ্য কংগ্রেসে পাস হলেও ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রস্তাবটি বাতিলের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

জানা গেছে, সাংবাদিক খাশোগি হত্যার ঘটনায় সালমান প্রশাসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষুব্ধ মার্কিন আইনপ্রণেতারা। এর আগে সিনেটে এক রুদ্ধদ্বার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, খাশোগি ইস্যুতে রিয়াদ-ওয়াশিংটন সম্পর্ক খারাপ হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভুল পদক্ষেপ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply