চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আকবর আলী। রংপুর বিভাগের অধিনায়কের দায়িত্বে ছিলেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। সঙ্গে জরিমানা গুণতে হবে ম্যাচ ফির ৯৫ শতাংশ।
সূত্র জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে হওয়া বরিশাল ও রংপুর বিভাগের মধ্যকার খেলায় আকবর আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে মাঠে বাজে আচরণ করেন। সেই খেলার ম্যাচ রেফারি আখতার আহমেদ তার প্রতিবেদনে লিখেছেন, ‘৬০.৪ ওভারে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে আকবর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ও বাজে মনোভাব প্রদর্শন করেন। লাঞ্চ বিরতিতে ড্রেসিংরুমে ঢুকে তিনি চেয়ারে লাথি মেরে কিছু চেয়ারও ভেঙ্গে ফেলেন।’
বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ হওয়ায় তার ওপর ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা আরোপিত হয়। সেই সঙ্গে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও চার ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। চার ডিমেরিট পয়েন্ট হওয়ায় আকবর নিষিদ্ধ হন আরেক ম্যাচে।
এই নিষেধাজ্ঞার ফলে চলমান জাতীয় লিগের শেষ দুই রাউন্ডে খেলতে পারবেন না উইকেটরক্ষক-ব্যাটার। ৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রংপুর। শেষ দুই ম্যাচে ভালো করলে শীর্ষে থাকা সিলেটকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল আকবরদের। কিন্তু তার ভুলে দলটিকে এখন অধিনায়ককে ছাড়াই খেলতে হবে।
চলমান জাতীয় লিগে ক্রিকেটারদের শৃঙ্খলাভঙ্গের বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশকে যুব বিশ্বকাপ (২০২০) জেতানো আকবর পেলেন প্রথম বড় কোনো সাজা।
/এএম
Leave a reply