৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাকে নিষিদ্ধ করলো বিসিবি

|

সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট। থার্ড ডিভিশন ক্রিকেটের একটি ম্যাচে তুমুল মারামারির ঘটনায় প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও। এবার এ ঘটনায় ৮ ক্রিকেটারসহ এক কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদেরকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক মেইল বার্তায় শাস্তির খবর নিশ্চিত করেছে বিসিবি। এর আগে, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন।

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন, তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, রিফাত আল ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়। 

গত সোমবার, সাফায়ার স্পোর্টিং ক্লাব এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। এরপর দ্রুতই তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ক্রিকেট বোর্ড।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply