ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারির জেরে আদানি গ্রুপের সাথে দু’টি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেনিয়ার পার্লামেন্ট সদস্যরাও।
আফ্রিকার দেশটি নিজেদের প্রধান বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য আদানি গ্রুপের সাথে ১৮৫ কোটি ডলারের চুক্তি করেছিলো। এছাড়া, বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সাথে ভারতীয় প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৬০ লাখ ডলারের আরও একটি চুক্তি হয়েছিলো।
এর আগে, আদানির বিরুদ্ধে ঘুষ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরপরই ধ্স নামে আদানি গ্রুপের শেয়ারের দামে। স্থানীয় সময় বৃহস্পতিবার, শেয়ারের দাম ২০ শতাংশ পর্যন্ত কমে যায়। পাশাপাশি গৌতম আদানির সম্পদমূল্য কমে যায় ১ হাজার ২৪০ কোটি ডলার।
/এআই
Leave a reply