ম্যানসিটিতেই থাকছেন পেপ গার্দিওলা। সব জল্পনার অবসার ঘটিয়ে আরও দুই বছর তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সিটি। গার্দিওলার সাথে নতুন চুক্তির বিষয় বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিশ্চিত করেছে সিটি ক্লাব।
বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় ২০১৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাবটিতে। এরপর তার অধীনে ৬ প্রিমিয়ার লিগসহ ১৮টি ট্রফি জিতেছে ম্যানসিটি। যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়নস লিগও। এছাড়া প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও আছে গার্দিওলার সিটির দখলে।
তবে চলতি মৌসুমে খুব একটা ভালো ছন্দে নেই এই ইংলিশ ক্লাবটি। নিজেদের খেলা শেষ চার ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে গার্দিওলার শিষ্যরা। এমন পরিস্থিতিতে গার্দিওলাকে ম্যানসিটি রাখবে কিনা এমন আলোচনাও শুরু হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তাকে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সিটির সঙ্গে চুক্তি নবায়নের প্রতিক্রিয়ায় গার্দিওলা বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমি অনেক ভেবেছি। সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ মৌসুম। কিন্তু সমস্যাটা হচ্ছে, গত মাসে আমার মনে হলো এটা চলে যাওয়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।’
চুক্তি বাড়িয়ে আনন্দিত গার্দিওলা আরও বলেন, ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে দারুণ কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এই ক্লাবের জন্য আমার বিশেষ টান আছে। সে কারণে আরও দুই মৌসুম থাকতে পেরে আমি আনন্দিত।
/এনকে
Leave a reply