অ্যান্টিগা টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দু’দল।

ইনজুরির কারণে টাইগারদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই এই টেস্টে। বাংলাদেশের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। সবশেষ ২০১৮ সালে এই মাঠে ৪৩ রানে অলআউট হবার এক দুঃখের স্মৃতি আছে বাংলাদেশের।

সবশেষ টানা চার টেস্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত সফরে দুটি ও হোম সিরিজে প্রোটিয়াদের কাছে সিরিজ হারে বাংলাদেশ। এবার দেখার বিষয় তারা ঘুরে দাঁড়াতে পারে কি না।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ ও জেডেন সিলস।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply