সাদেক হোসেন খোকার ছেলে ও মেয়ের আগাম জামিন হয়নি, আত্মসমর্পনের নির্দেশ

|

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক এর আগাম জামিন দেয়নি হাইকোর্ট। তাদেরকে আগামী ৪ সপ্তাহের মধ্যে ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের আগাম জামিনের আবেদন দুইটি নিষ্পত্তি করে এই আদেশ দেন।

প্রায় আট বছর পর এ মামলার আগাম জামিন নিতে আসেন ইশরাক হোসেন ও সারিকা সাদেক। আবেদনকারী ভাই-বোনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক খোকার ছেলে ইশরাক হোসেন ও কন্যা সারিকা সাদেকের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য পৃথক নোটিশ দেয়। কিন্তু তারা সম্পদের বিবরণী জমা না দেওয়ায় ২০১০ সালের ২৯ আগস্ট রমনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply