অ্যান্টিগা টেস্ট: শুরু ধাক্কা সামলে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

|

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হলেও, পরের সেশনে বিপর্যয় কাটিয়ে অনেকটাই এগিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। চা-বিরতির আগে খেলা হয়েছে ৫৪ ওভার। এতে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান স্কোরবোর্ডে উঠাতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। এই সেশনে ১ উইকেট হারানোর বিপরীতে তারা রান যোগ করতে পেরেছে ৬৬।

আগের সেশনে ৫০ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। ব্যক্রিগত ২৫ রানে রান-আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন কাভেম হজ। এতে ভেঙে যায় হজ-লুইসের ৫৯ রানের জুটি। ক্রিজে আসেন নতুন ব্যাটার অলিক আথানাজে।

এর মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মিকাইল লুইস। চা-বিরতির আগে ব্যক্তিগত ৭১ রানে অপরাজিত আছেন তিনি। অপর ব্যাটার অলিক অপরাজিত আছেন ১৩ রানে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply