ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা নামক একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভবনটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা ও সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এ সময় ধোয়ার কারণে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে অক্সিজেন মাস্ক পরে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।

এর আগে, শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভবনটির বেজমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র ছিল। আগুনে সেসব নথিপত্র অনেকাংশেই পুড়ে গেছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply