মেহেদীর নার্সারিতে ৩ হাজার প্রজাতির চারা, মাসিক আয় দেড় লাখ টাকা

|

রইসুল ইমন, বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান। সিদ্ধান্ত নিয়েছেন কখনও চাকরির চেষ্টা করবেন না। কৃষক বাবার সন্তান মেহেদীর দৃষ্টিতে কৃষিই সর্বোচ্চ মর্যাদার পেশা। ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেমী এ শিক্ষার্থী ২০১৮ সালে পারিবারিক পতিত জমিতে সবজি চাষের মধ্যদিয়ে নিজেকে কৃষি কাজে নিয়োজিত করেন। প্রথমদিকে দুই বিঘা জমিতে সবজি ও গাছের চারার চাষাবাদের মধ্যদিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন মেহেদী হাসান।

বর্তমানে আট বিঘা জমিজুড়ে বিশাল নার্সারি গড়ে তুলেছেন মেহেদী হাসান। এখন তার নার্সারিতে আছে প্রায় ৩ হাজার প্রজাতির ফলজ-বনজ, ওষুধী বৃক্ষের চারা ও দেশি-বিদেশি শতাধিক প্রজাতির ফুলের চারা। নার্সারি থেকে তার মাসিক প্রায় দেড়লাখ টাকা। কয়েকবছর আগেও মেহেদীর সংসারে টানাপোড়েন ছিল। উদ্যোগী ভাবনা, নিজের প্রচেষ্টা ও পরিশ্রম বদলে দিয়েছে তার জীবনের গল্প।

আগ্রহ ও স্বপ্ন পূরণে শিক্ষার্থী মেহেদী হাসান কৃষি বিভাগ থেকে নানা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কৃষি অফিসের পরামর্শে চারা সংরক্ষণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল কৃষক হিসেবে। তার নার্সারিতে নিয়মিত কাজ করে ৫ জন বেকার তরুণ।

নার্সারি গড়ে তোলার মাধ্যমে মেহেদীর সফল হওয়ার গল্প ছড়িয়ে পড়েছে পুরো পটুয়াখালী জেলায়। বৃক্ষ চারা গাছ কিনতে ও সবুজের সমারোহ উপভোগ করতে মেহেদী নার্সারিতে প্রতিদিন আসে জেলার বিভিন্ন স্থানের শতশত মানুষ।

মেহেদী নার্সারিতে ঘুরতে আসা ক্রেতা ও খামারিদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা বিদেশি প্রজাতির (ইনডোর প্ল্যান্ট) ক্যাকটাস, স্ন্যাকপ্লান্ড, এডেনিয়াম, এগ্রোরিমা কচু, লাকিবাম্বো। ফুলের চারার মধ্যে রজনীগন্ধা, টগর, হাসনাহেনা, গোলাপ, কৃষ্ণচুড়া। অন্যদিকে, ফলজ-বনজ বৃক্ষ ও মৌসুমী সবজির মধ্যে ঘ্রাণযুক্ত বোম্বাই (নাগা) মরিচ, হাইব্রিড কাঁচা মরিচ, হাইব্রিড টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মালটা, আম, নারিকেল ও লেবু গাছের চারার চাহিদা সবচেয়ে বেশি।

এ বিষয়ে মেহেদী হাসান যমুনা নিউজকে বলেন, ছোট বেলা থেকে শুনেছি ঘুষ ছাড়া চাকরি হয় না। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। ঘুষ দেয়া বা নেয়া আমার পছন্দ না। তাই নিজের ভালো লাগার পেশায় নিয়োজিত হই। আমি আনন্দিত কৃষি পেশা থেকে প্রতি মাসে চাকরির থেকে অনেক বেশি আয় হয়। আমার বেকার যুবক বন্ধুদেরকে আমি পরামর্শ হচ্ছে, চাকরির পেছনে না ছুটে তারাও যেন কৃষিকে গুরুত্ব দেন। এতে দেশ ও জাতির কল্যাণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বেকারত্ব দূর করতে যুবকদের কৃষি কাজের সকল পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply