বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন। বিশেষভাবে, তরুণ প্রজন্মের কাছে তৈরি হচ্ছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতি গ্রহণযোগ্যতা। তেলআবিবের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ চমকপ্রদ তথ্য। এই প্রবণতা সবচেয়ে বেশি ইসরায়েলি বংশোদ্ভুত মার্কিন তরুণদের মধ্যে। গাজায় তেলআবিবের নির্বিচার হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছে তারা। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি তরুণ-তরুণীদের উপর ভিন্নধর্মী জরিপ চালিয়েছে ইসরায়েল। গাজা ইস্যুতে তাদের মতামত জানতে দেশটির অভিবাসী এবং ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের এই জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
যুক্তরাষ্ট্রে প্রায় ৩৭ শতাংশ ইসরায়েলি কিশোর-কিশোরি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। একই সময়ে জরিপ চালানো হয় আরও কয়েকটি দেশে। যদিও সেসব দেশে এই সংখ্যাটি মাত্র ৭ শতাংশ।
শুধু তাই নয়, ইসরায়েলি বংশদ্ভূত ৪১ দশমিক ৩০ শতাংশ মার্কিন তরুণ মনে করে গাজায় গণহত্যা চালাচ্ছে তেলআবিব। যদিও বিশ্বের অন্য প্রান্তে এর পক্ষে মত দিয়েছে ১০ শতাংশ। পাশাপাশি ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানিয়েছে ৬৬ শতাংশ ইহুদি কিশোর-কিশোরী।
হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অনেকেই জানিয়েছেন তাদের ভালো অভিজ্ঞতার কথা। প্রায় ১০ মাস আগে মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া দুই ইহুদি মা-মেয়ে। প্রায় পাঁচ সপ্তাহ বন্দি ছিলেন তারা। ওই সাক্ষাৎকারে হামাস সদস্যদের ব্যবহারে তাদের মুগ্ধতার কথাই উঠে আসে।
বিশেষ এই জরিপের ফলাফলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। সংশ্লিষ্টরা বলছেন, নিজ দেশের সংস্কৃতি থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার ফলেই তাদের চিন্তাধারায় পরিবর্তন এসেছে।
/এআই
Leave a reply