আইপিএলের মেগা নিলাম শুরু আজ

|

শুরু হচ্ছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে নিলামের কার্যক্রম। নিলামে তোলা হবে মোট ৫৭৪ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার আছেন ১২ জন।

১৫৭৪ ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে ৫৭৭ জন। এরমধ্যে ভারতীয় ৩৬৭ আর বিদেশি ২১০ জন।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ জন ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এরপরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। ১২ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। বরাবরের মতোই নিলামের ড্রাফটে নেই পাকিস্তানি ক্রিকেটাররা।

প্রতিটি দল নিজেদের ডেরায় ভেড়াতে পারবে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে। এদিকে আইপিএলের নিলামে আছে বাংলাদেশি ১২ ক্রিকেটার। অবশ্য প্রথমদিনের অকশনে তোলা হচ্ছে না কোনো বাংলাদেশিকে। দ্বিতীয় দিনেও মুস্তাফিজ-সাকিবদের নাম উঠবে কিনা তা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

নিলামে ৮ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন ৮২ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। সাকিব, তাসকিন, মিরাজের দাম ১ কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত ৭৫ লাখ রুপি। সবচেয়ে বেশি ৩২২ জনের ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য।

ক্রিকেটার রিটেইন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাই নিলামে তাদের হাতে আছে, মাত্র ৪১ কোটি রুপি। আর সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রূপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তারা রিটেইন করেছে মাত্র ২ জন। দল গোছাতে ১২০ কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির জন্য।

আইপিএল ২০২৫ এর জন্য নিলামে নাম থাকা ১২ বাংলাদেশি ক্রিকেটার

নামপজিশনভিত্তিমূল্য (ভারতীয় রুপি)
মোস্তাফিজুর রহমানপেস বোলার২ কোটি
সাকিব আল হাসানঅলরাউন্ডার১ কোটি
তাসকিন আহমেদপেস বোলার১ কোটি
মেহেদী হাসান মিরাজঅলরাউন্ডার১ কোটি
লিটন দাসউইকেটরক্ষক৭৫ লাখ
রিশাদ হোসেনস্পিনার ৭৫ লাখ
মেহেদী হাসানঅলরাউন্ডার৭৫ লাখ
তাওহীদ হৃদয়ব্যাটার৭৫ লাখ
তানজিম হাসান সাকিবপেস বোলার৭৫ লাখ
হাসান মাহমুদপেস বোলার৭৫ লাখ
নাহিদ রানাপেস বোলার৭৫ লাখ
শরিফুল ইসলামপেস বোলার৭৫ লাখ

উল্লেখ্য, জনপ্রিয় এই টুর্নামেন্টের নিলাম নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের আগ্রহ কতটা বেশি সেটি কিংবদন্তি ক্রিকেটারদের সৌদিতে অবস্থান দেখলেই টের পাওয়া যায়। নিলামের সময় ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি চললেও, এই অজি বোলিং কোচ ভেট্টোরিকে দেখা যাবে জেদ্দায়। একইভাবে রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গাররাও উপস্থিত থাকবেন সেখানে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply