নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে আবারও ষড়যন্ত্র হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এই সরকার শুধু নির্বাচন করার সরকার। রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, এমন সংস্কারের উদ্যোগ নেয়া উচিত নয়, যাতে নির্বাচন বিলম্বিত হতে পারে। সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। এখন সময় মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার।
তিনি বলেন, জনমনে বিভ্রান্তি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয়। এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।
/এমএইচআর
Leave a reply