তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক মামুন

|

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দেশ টিভির রিপোর্টার সাহেদুজ্জামান সাকিব সভাপতি ও দৈনিক সংবাদের মামুনুর রশীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালবেলার এইচএম মাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পলিটিক্স নিউজের মোহাম্মদ রায়হান, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক সোনালী নিউজের সাব্বির হোসেন, অর্থ সম্পাদক আমার সংবাদের মিয়া আমিরুল ইসলাম ও দফতর সম্পাদক পদে ডেইলি ক্যাম্পাসের আমান উল্যাহ আলভী নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. শফিক মিয়া ও আরিফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০০৬ সালে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছর পর পর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply