আজ রাতেই হিজবুল্লাহ-ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা?

|

আজ রাতেই হিজবুল্লাহ-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। যৌথভাবে এ ঘোষণা দিতে পারেন মার্কিন ও ফরাসী প্রেসিডেন্ট বাইডেন-ম্যাকরন। লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলো এমনটাই দাবি করেছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে যুদ্ধবিরতির যৌথ ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট। যা কার্যকর হবে পরদিন সকাল ১০টা থেকে।

তাদের দাবি, দু’মাসের জন্য লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে যাচ্ছে ইসরায়েল। চুক্তির অনুমোদন দিতে এরইমধ্যে মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ দেয়ার কথাও রয়েছে তার। সেখানে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন তিনি।

এর আগে গতকাল সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হলে দু’পক্ষের মধ্যে এক বছররেও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply