আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন জেলার আইনজীবীরা।
বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজশাহী আদালত চত্বরে কর্মসূচি পালন করেন জেলা বার কাউন্সিলের সদস্যরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উগ্রবাদী সমর্থকরা আইনজীবী আলিফ হত্যয় জড়িত। তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। প্রতিবাদ সমাবেশ থেকে তারা সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। পরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে সমাবেশ হয়। আইনজীবী হত্যার বিচারের দাবি জানান এই পেশার সাথে সংশ্লিষ্টরা।
/এমএইচ
Leave a reply