চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা মর্মান্তিক। হিন্দু সম্প্রদায়ের যে নেতাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে তার জামিনের দাবিতে প্রতিবাদ সুস্থভাবে করা যেত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।
বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিটি ও পৌরসভার কাউন্সিলরদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নূরুল হক নুর বলেন, কতটা হিংস্র হলে একজন আইনজীবীকে হত্যা করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতাকে কলুষিত করার জন্য সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এ ধরনের এ ঘটনা ঘটিয়েছে।
হামলার ঘটনা ঘটবে না সেটিই কিন্তু আমরা চাই। এ ধরনের হামলা ও অপসহিংসতা আমরা বন্ধ চাই। আমাদের সতর্ক থাকা দরকার। কেউ যাতে আমাদের ব্যবহার করতে না পারে। কলুষিত না করতে পারে।
যারা জনগণের পক্ষে ছিলেন, তাদেরকে কাউন্সিলর পদে বহাল রাখা উচিত বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি।
/এমএন
Leave a reply