খিলগাঁওয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

|

ফাইল ছবি।

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নবীনবাগে আব্দুস সালামের নামের এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার বোন রুমি আক্তার (৩৫) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধায় রুমিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুমি আক্তার গৃহকর্মীর কাজ করতো বলে জানা গেছে। তাছাড়া, অভিযুক্ত সালামের আঘাতে তার বড় ভাই বাবুল মিয়া আহত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সালামের স্ত্রী জুলেখা বেগম দাবি করেন, তার স্বামী একজন মাদকাসক্ত। সে প্রায়ই মাদকের টাকার জন্য তাকে মারধর করতো। সেই সাথে ভাই-বোনদের ওপরেও অত্যাচার করতো। আজ বুধবার বিকেলেও মাদকের টাকার জন্য তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে তার ভাসুর বাবুল মিয়া বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সালাম। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট বোন রুমি এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান রুমি মারা গেছেন।

তিনি আরও জানান, পরে আশেপাশের লোকজন আব্দুস সালামকে শিকল দিয়ে আটকে রাখে। তার ভাসুর বাবুল মিয়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply