‘একটি পক্ষ দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে’

|

ফাইল ছবি।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে আবারও অস্থিরতা তৈরির পায়তারা চলছে। একটি পক্ষ দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টার অভিযোগ করে তার প্রতিবাদে টিএসসিতে এক বিক্ষোভে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাতকে হত্যাচেষ্টা করা হয়েছে। বলেন, ষড়যন্ত্র করা হলে ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এ সময় বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নির্যাতনের বিচার এবং হাসনাত ও সারজিসের গাড়িবহরে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply