লেবাননে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি হিজবুল্লাহর

|

লেবাননে লক্ষ্য পূরণের দাবি করলেও আসলে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ এক নেতা। বুধবার (২৭ নভেম্বর) আইন প্রণেতা হাসান ফাদালাল্লাহ বিন্ত জবিল সফরে এমনটা দাবি করেন। খবর রয়টার্স।

শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে জানিয়ে হাসান ফাদালাল্লাহ বলেন, প্রতিটি জয়গায়, ঘরে-ঘরে রয়েছে ইসরায়েলের প্রতিরোধকারীরা। লেবাননের অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণাঞ্চল দখলের মাধ্যমে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল। তাতে সফল হতে পারেনি তেলআবিব বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত বুধবার সকালে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে এক যুদ্ধবিরতি কার্যকর হয়। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে একটি বিরল কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যেখানে এক বছর ধরে যুদ্ধ চলতে থাকার পর এই শান্তি চুক্তি হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply