স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় হেলেনা আক্তার (২৫) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলেনা আক্তার সিলেটের কোম্পানীগঞ্জ থানার লামার পাড়কুল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
নিহত নারীর স্বামী আব্দুর রহমান জানান, হেলেনা আক্তার স্থানীয় তালহা স্পিনিং মিলে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে বাসায় ফেরার সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নুল আবেদীন মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
/আরএইচ
Leave a reply