মুন্সিগঞ্জে বাস-রিকশার সংঘর্ষ, প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে কুলখানিতে যাওয়ার পথে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে অটোরিকশার যাত্রী বীর মুক্তিযোদ্ধা মোখলেস তালুকদারের (৭৬)। এ সময় গুরুতর আহত হন অটোচালক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মোখলেস সিরাজদিখানের মধ্যপাড়া এলাকার ফেজু তালুকদারের পুত্র। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে অটোতে করে কুন্ডেরবাজার থেকে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামে ভায়রা মো. আবুল হোসেনের কুলখানিতে অংশ নেয়ার জন্য রওনা হন মোখলেস তালুকদার। কিছুদূর এগোতেই সিপাহীপাড়া-নিমতলা সড়কে সিপাহীপাড়াগামী বাসের সাথে নিমতলাগামী ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে নিহত হন তিনি। পরে স্থানীয়রা মরদেহ নিয়ে যায় হাসপাতালে।

টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply