মির্জা কাদেরের শ্যালক সিরাজ চট্টগ্রামে গ্রেফতার

|

চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের বড় শ্যালক কে এম সিরাজ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বায়েজিদ থানার গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে কবিরহাট থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর এ কে এম সিরাজ উল্লাহকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজকে গ্রেফতার করা হয়। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রীনভিউ এলাকায় আত্মগোপনে ছিলেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply