ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটেনের এক সাবেক সেনা। ট্রায়াল চলাকালে কারাগার থেকে পালানো ওই সেনাসদস্যের নাম দানিয়াল খালিফ। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটেনের একটি আদালতে দোষী সাব্যস্ত হন দানিয়াল খালিফ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ইরানি কর্মকর্তাদের জন্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন তিনি। পাশাপাশি, যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সদস্যদের নাম সংগ্রহের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
আদালতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করলেও দানিয়াল খালিফ জানান, যুক্তরাজ্যের হয়ে ‘ডাবল এজেন্ট’ হিসেবে কাজ করার পরিকল্পনার অংশ ছিল এটি। টিভি সিরিজ ‘হোমল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়েই তার এই ডাবল এজেন্ট হওয়ার পরিকল্পনা, এমনটাই দাবি করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী গুল নওয়াজ হুসেইন বলেন, ‘জেমস বন্ড’ হওয়ার জন্য ড্যানিয়েল খালিফের আকাঙ্ক্ষা ছিল বোকামির সমতুল্য। তিনি ‘০০৭’-এর চেয়ে একটু বেশি ‘স্কুবি ডু’ হতে চেয়েছিলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে– ২০১৯ সালের মে মাস থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করেন ব্রিটেনের এই সাবেক সেনা। অভিযোগ ওঠার পর গত বছরই চাকরিচ্যুত হন ২৩ বছর বয়সী খালিফ।
/এএম
Leave a reply