রাজধানীর বনানী রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, আমরা বনানী রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তিকে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পাই। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন– স্থানীয়দের মুখে জানতে পারি, ওই যুবক বনানী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
/এএম
Leave a reply