ভারতের জম্মু-কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

|

ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ১৯ মিনিটে এ ভূমিকম্প হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পের উৎপত্তিস্থল। রাজ্যের সব এলাকায় এ ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে বলে জানা যায়। তবে এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানে ৩৬.৪৯ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৭১.২৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং ১৬৫ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে কর্মকর্তারা।

/এআই

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply