বগুড়ায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার

|

বগুড়ায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর বাসা থেকে মাহাদী (৪) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শহরের চারমাথা ধমকপাড়ায় প্রতিবেশীর বাসার খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই শিশুটি খেলাধুলা করছিল। এরপর হঠাৎ সেখান থেকে সে হারিয়ে যায়। পরে দিনভর খোঁজাখুজির পরও না পেয়ে সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরপর আজ শুক্রবার সকালে প্রতিবেশী তাহমিনার বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ সময় মুক্তিপণের দাবি সম্বলিত একটি চিরকুটও উদ্ধার করা হয়। এরইমধ্যে প্রতিবেশী তাহমিনাকে আটক করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈন উদ্দীন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির দাফন শেষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।

/আরএইচ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply