ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর আঁখ ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

|

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের আঁখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবণ্য কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা। সে কোষাডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, গত ২৩ নভেম্বর বিকালে লাবণ্য নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে বাড়ির পাশের আঁখ ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply