১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা

|

জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। বৃহস্পতিবার, এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ তথ্য জানান।

তবে এখনই নিষিদ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। সবাই প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এই সিদ্ধান্তের ফলে কানাডায় প্রবেশ ও ভ্রমণ করতে পারবেন না নিষিদ্ধ ব্যক্তিরা। জব্দ করা হবে তাদের সব সম্পদ। সাংবাদিক হত্যার ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশ অভিযুক্ত ও সন্দেহভাজন সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এরসাথে সংশ্লিষ্ট– সিআইএ এমন পূর্বাভাস দেয়ার পরও; শাস্তিমূলক কোন ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয় স্পষ্টভাষী এই সাংবাদিককে। এখনো মেলেনি তার মরদেহের সন্ধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply