ভারতের মহারাষ্ট্রে বাস উল্টে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাওয়ার পথে গোন্দিয়া জেলায় বিন্দ্রবন টোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গোন্দিয়া-আরজুনি সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়রা দুর্ঘটনাস্থলে জড়ো হন এবং থানায় খবর দেয়া হয়।
এরপর ক্রেন দিয়ে বাসটি সোজা করার চেষ্টা করা হয়। তার মাঝেই বাসে আটকে থাকা যাত্রীদের টেনে বের করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আটজনের। আহতদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে।
/এআই
Leave a reply