সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো লেবাননে জনসম্মুখে জানাজা

|

ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত পাঁচ যোদ্ধার জন্য দক্ষিণ লেবাননের মারাকেহ গ্রামে জনসাধারণের সামনে প্রথম জানাজা অনুষ্ঠান সম্পন্ন করে হিজবুল্লাহ। শনিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বরের পর, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি প্রথমবারের মতো জনসাধারণের সামনে এই আয়োজন করা হয়। তবে, একই দিনে দক্ষিণ বৈরুত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাক্তন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছিলো।

স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ লেবাননের মারাকেহ-তে হিজবুল্লাহ যোদ্ধাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় স্থানীয়রা মৃতদেহ বহন করার সময় তোলা একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি হামলায় শহীদদের শেষবারের মতো সম্মান জানাচ্ছেন স্থানীয়রা। ছবি: আল জাজিরা।

এদিকে ফিলিস্তিনি মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বেত লাহিয়ার উত্তরাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিম এলাকায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে গোলাবর্ষণ করেছে এবং মধ্য গাজার কৃষি জমি লক্ষ্যবস্তু করেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply