সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ: মওদুদ

|

ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এই অভিযোগ করেন।

সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবিও জানান মওদুদ। তিনি বলেন, নির্বাচন ছাড়া আর কোন বিকল্প নেই; লড়াই করেই ভোট দিতে হবে। গ্রেফতার ও গায়েবী মামলা আরো বাড়বে বলে আশঙ্কা করেন, তিনি।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply