নেত্রকোণায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

|

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

রেজুয়ানুর রহমান ওই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, রোববার দুপুরে রেজুয়ানুর রহমান জারিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে ছিলেন।

নেত্রকোণার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, চেয়ারম্যান রেজুয়ানুর রহমানের বিরুদ্ধে রোববার দুপুরে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় নাম উল্লেখ করা ১১ জন আসামির মধ্যে তিনি ১ নম্বর আসামি। মামলাটির বাদীর নাম সাদেক মিয়া। তিনি বাসাটি খণ্ডপপুর এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, মামলায় বাদী উল্লেখ করেন গত ৪ আগস্ট ধলামুলগাঁও ইউনিয়নে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘবদ্ধ আসামিরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply