জামালপুরে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের মেলান্দহ সড়কের পাশে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও গলা রশি জড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম নয়ানগর তেঁতুলতলা সড়কের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের যুবকের বয়স আনুমানিক ৩৫। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেননি পুলিশ। গায়ে পরনে ছিল জিন্সের প্যান্ট ও সাদা রঙের গেঞ্জি।

পুলিশ জানায়, উপজেলার নয়ানগর তেঁতুলতলা সড়কের পাশে ধানক্ষেতে হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও গলা রশি জড়ানো অবস্থায় এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ জানান, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তার ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে। পরিচয় পাওয়ার পরে জানা যাবে তাকে কি উদ্দেশে হত্যা করা হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply