নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল চালক-হেলপারের

|

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর নামক স্থানে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলপারের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি হলে ট্রাক চালক সুমন (৪০)। হেলপারের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। পথে রাণীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপারের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply