মাদারীপুরে ট্রেনের ধাক্কায় কিশোরী নিহত, গুরুতর আহত কোলে থাকা শিশু

|

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরের রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ১১ মাস বয়সী ভাগ্নী আয়েশা গুরুতর আহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে পাঁচ্চর রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত শিশু আয়েশা মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ভাগ্নী আয়শাকে নিয়ে ঘুরতে বের হয় মিথিলা। একপর্যায়ে রেললাইনের পাশে ছবি তুলছিল মিথিলা। এ সময় অসাবধানতাবশত রাজশাহীগামী মধুমতি এস্কপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচ্চর রয়েল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জীব কুমার রায় বলেন, আহত শিশুটির হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকতার হোসেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply