লাভলী বিথী:
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন? এরইমধ্যে কার্যক্রমও শুরু করেছে নবগঠিত নাসির উদ্দীন কমিশন। এদিকে, অন্তর্বর্তী সরকার এখনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষায় সরকার।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট যখনই হোক নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি থাকবে না। এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত রয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায়, আবার কেউ ৪০০ নির্বাচনী আসনের প্রস্তাব দিয়েছে। এই বিষয়গুলো সমাধান না হলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। রাজনৈতিকভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। তবে যখনই নির্বাচন হোক, কমিশন তার জন্য প্রস্তুত থাকবে।
সিইসি জানান, আগের কমিশনগুলো থেকে তাদের কমিশন স্বাধীন। কমিশনের ওপর অন্তর্বর্তী সরকারের চাপ নেই। আগের তিনটি বিতর্কিত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চায় কমিশন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, শুধু এই নির্বাচন নয়, পরবর্তী নির্বাচনগুলোও যাতে সুষ্ঠু হয় তার ব্যবস্থা করতে হবে। আগের নির্বাচনগুলোর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই চেষ্টা করবে কমিশন।
এদিকে, রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। ভোটাররাও কেন্দ্রে যেতে আগ্রহী। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী কমিশন। এ বিষয়ে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জগুলোকে সুযোগ ও অসুবিধাগুলোকে সুবিধায় রূপান্তর করতে চাই।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তাও চেয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।
/আরএইচ/এমএন
Leave a reply