সাবিরা সুলতানার দণ্ড স্থগিত করে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

|

দুর্নীতি মামলায় যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার ৬ বছরের কারাদণ্ড স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

গতকাল শুক্রবার হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শনিবার সকালে এ আদেশ স্থগিত করেন। এর আগে বৃহস্পতিবার বিচারপতি রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ সাবিরা সুলতানার ৬ বছরের সাজা স্থগিতের আবেদন মঞ্জুর করেন।

নিম্ন আদালতের দেওয়া রায় আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবিরার দণ্ড স্থগিত করা হয়। গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিএনপির ৫ নেতার সাজা ও দণ্ড স্থগিতের আবেদন খারিজ করে দেন।

আদালত বলেন, সংবিধান অনুযায়ী ২ বছর বা এর বেশি সময়ের জন্য দণ্ড পাওয়া ব্যক্তির আপিল আবেদন বিচারাধীন থাকলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদেশের বিরুদ্ধে ৫ নেতার একজন ডা. এ জেড এম জাহিদ হোসেন আপিল করলে আপিল বিভাগ নো অর্ডার দিলে, হাইকোর্টের আদেশ বহাল থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply