হেড মিথ্যাচার করেছে দাবি সিরাজের, আসলে কী ঘটেছিল মাঠে?

|

অ্যাডিলেডের পিংক বল টেস্টে জয়ের জন্য মরিয়া ছিল অস্ট্রেলিয়া-ইন্ডিয়া দুদলই। দুই জায়ান্ট ভারত-অস্ট্রেলিয়ার সেই আভিজাত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে অজিরাই। ব্যাট হাতে রীতিমত ওয়ানডে ধাঁচে ১৪০ রানের ইনিংস খেলে আবারও ভারতের যম হয়েছেন ট্রাভিস হেড। তবে নিজের শহরে এই দাপুটে সেঞ্চুরিত জয়ের নায়ক হওয়ার পাশাপাশি সিরাজের সাথে বিতন্ডায় জড়িয়েছেন হেড।

১৪১ বলে ১৭ চার আর ৪টি ছক্কা হাঁকানো ইনিংসের পর মোহম্মদ সিরাজের দুর্দান্ত এক ইয়োর্কারে বোল্ড হন হেড। আগের বলে ছক্কা খাওয়ার পর স্টাম্প উড়িয়ে অ্যাগ্রেসন দেখান সিরাজ। আউট হয়ে ফেরার পথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন হেডও। ড্রেসিংরুমে ফেরার আগে হেড আসলে কী বলেছিলেন? দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হেডকে করে বসেন সেই প্রশ্ন।

জবাবে ট্রাভিস হেড বলেন, আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।

তবে হেডের দাবির সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন সিরাজ। ভারতীয় এই পেসারের দাবি, সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ভারতের সাবেক স্পিনার ও স্টার স্পোর্টসের ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা হরভজন সিংয়ের সঙ্গে কথা হয় সিরাজের।

মোহাম্মদ সিরাজ বলেন, আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদযাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।

এই সাক্ষাৎকারে অবশ্য হেডের প্রশংসাও করেন সিরাজ। হেডের সাথে লড়াইটা উপভোগ করেছেন বলেও জানান তিনি। পরে অবশ্য ভারতের শেষ ব্যাটার হিসেবে সিরাজ যখন ব্যাটে নামেন তখন শর্ট লেগে ফিল্ডিং করতে দাঁড়ানো হেড বলেন, আমি কসম করে বলছি, তোমাকে বলেছি ভালো বল করেছো। তখন সিরাজ বলে ওঠেন, আমিও বলেছি তুমি ভালো ব্যাটিং করেছো।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply