সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

|

দেশের সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে, চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিন দুর্ঘটনায় বাবা-ছেলে’সহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দেশের সাত জেলায় সারাদিন এ সব দুর্ঘটনা ঘটে।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেলে শিবগঞ্জ যাচ্ছিলেন দুইজন। পরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে পৌঁছালে ট্রাকের ধাক্কায় নিহত হন মিজানুর রহমান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার ছেলে সাগর আলীর।

গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় ভ্যান গাড়ি নিয়ে যাওয়ার পথে একই দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিহত হন ভ্যানচালক। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

অন্যদিকে পটুয়াখালীর বাউফলে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়। এছাড়া, নওগাঁ, বাগেরহাট ও নীলফামারীতে মৃত্যু হয়েছে চার জনের। এরসাথে, পাবনা, ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply