নাটোরে জেলা বিএনপি’র কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ

|

স্টাফ রিপোর্টার:

নাটোরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক গোলাম মওলার মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় তিন বিএনপি কর্মীকে মারধর করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপি’র সহ-সভাতি শহিদুল ইসলাম বাচ্চু সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতিমুলক সভা করছিলেন। এ সময় ৫/৬টি মোটর সাইকেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে কার্যালয় লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। পরে তারা কার্যালয়ের সামনে রক্ষিত জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক গোলাম মওলার মোটর সাইকেলে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। এ সময় কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা বের হয়ে এলে হামলাকারীরা জয় বাংলা শ্লোগান দিয়ে চলে যায়। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু জানান, বিএনপি ভোটের পরিবেশ ঘোলাটে করতে নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এ ঘটনার সাথে আওয়ামী লীগের বিন্দুমাত্র সম্পর্ক নেই।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply