একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে সংলাপে আরপিও সংশোধনসহ বিশ দফা প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে কমিশনের সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, সংলাপে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে ইসির সাথে কথা হয়েছে। এ ছাড়া নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়া, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিষয়ে বিএনপি’র অবস্থান তুলে ধরা হয়েছে সংলাপে। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারে উদ্যোগ গ্রহণ করতে কমিশনের প্রতি আহবান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের প্রতি আস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের প্রতি কিছুটা হলেও আশাবাদী বিএনপি।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply